বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনের গণসংযোগকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কেন্দ্রীয় কাউন্সিলর প্রার্থী ডা. একিউএম জিসানুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে। চমেক শাখার কয়েকজন ছাত্রলীগ নেতা ও এক ইন্টার্ন ডাক্তারের বিরুদ্ধে এই অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), চট্টগ্রাম।
রবিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএমএ'র সহসভাপতি প্রার্থী ডা. শেখ মো. শফিউল আলম।
তিনি বলেন, যারা ন্যক্কারজনক এ হামলা চালিয়েছে তারা চট্টগ্রাম নগর আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার নামে স্লোগান দিয়েছে। এ ধরনের ঘটনা দুঃখজনক ও অনভিপ্রেত। চমেকের ইন্টার্ন ডা. ইনজামামের নেতৃত্বে কিছু বহিরাগত ও জুনিয়র ছাত্রনেতারা এ হামলা চালায় বলে অভিযোগ তোলা হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে ডা. শফিউল বলেন, আমি বঙ্গবন্ধু শহীদের পর কঠিন সময়ে চমেক ছাত্রলীগের সভাপতি ছিলাম। আজ ছাত্রলীগেরই উচ্ছৃঙ্খল কিছু সদস্য আমাদের একজন প্রার্থীকে ধরে নিয়ে মারধর করেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তার পরনের কাপড় ছিঁড়ে লাঞ্ছিত করেছে।
সংবাদ সম্মেলনে বিএমএ নির্বাচনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ মনোনিত চট্টগ্রাম শাখার সভাপতি প্রার্থী ডা. নাসির উদ্দীন মাহমুদ, সাধারণ সম্পাদক প্রার্থী ডা. আ ম ম মিনহাজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ