কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত আসনে দুইজন নারী সদস্য এবং সাধারণ আসনে ৮ জন পুরুষ সদস্য মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আবু তাহের ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজ্জাদ হোসেন স্বপন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত ওয়ার্ডে ৮ জন এবং সাধারণ ওয়ার্ডে ৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
সূত্র জানায়, সংরক্ষিত ১নং ওয়ার্ডে ফরিদা ইয়াসমিন, ৪নং ওয়ার্ডে খোদেজা আক্তার, সাধারণ ২নং ওয়ার্ডে প্রদ্যুত কুমার সাহা, ৪নং ওয়ার্ডে আবদুল হালিম দিদার, মো.সেলিম সরকার, ৫নং ওয়ার্ডে মহসিন আলম, শিমুল বিল্লাল, ৯নং ওয়ার্ডে শাহজাহান মিয়া, ১০নং ওয়ার্ডে গাজী মোস্তফা আবুল কাশেম, ১৪নং ওয়ার্ডে আরিফুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৬/মাহবুব