সিলেট জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট লুৎফুর রহমান আনারস, স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ ড. এনামুল হক সরদার কাপ পিরিচ, জিয়া উদ্দিন লালা ঘোড়া ও ফখরুল ইসলাম মোটর সাইকেল প্রতীক পেয়েছেন।
এছাড়া ১৫টি সাধারণ ওয়ার্ডে ১১০ জন পুরুষ ও ৫টি সংরক্ষিত ওয়ার্ডে ২৮ জন নারী সদস্য প্রার্থীর মধ্যেও প্রতীক বরাদ্দ দেন নির্বাচন কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/ ১২ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ