রাজধানীর পূর্ব নাখালপাড়ায় আকলিমা (৩২) নামে এক গৃহবধূকে এসিডে ঝলসে দিয়েছে স্বামী আব্দুল কুদ্দুস। শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
আকলিমার পরিবার সূত্রে জানা গেছে, স্বামী ও সন্তান নিয়ে আকলিমা পূর্ব নাখালপাড়ায় একটি বাড়ির দোতলায় ভাড়া থাকে। পারিবারিক কলহের জের ধরে তার স্বামী কুদ্দুস আকলিমাকে এসিড নিক্ষেপ করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের র্বান ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধ আকলিমার ভাই ইমানুর রহমান অভিযোগ করে বলেন, প্রায়ই তাদের মাঝে ঝগড়া লাগতো। শুক্রবার দুপুরে কুদ্দুস আমার আপার উপর এসিড নিক্ষেপ করে।
এদিকে আকলিমার শরীরের ১৫ শতাংশ ঝলসে গেছে বলে ঢামেক বার্ন ইউনিটের কর্তব্যরত এক চিকিৎসক জানিয়েছেন।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৭/হিমেল