রাজধানীর যাত্রাবাড়ীতে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটির নাম আলিফ (৬) । শুক্রবার বিকেল ৫টার দিকে একটি পানির হাউজ থেকে আলিফের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "বিকেলে কাজলা নয়ানগর এলাকার একটি রিকশার গ্যারেজের পানির হাউজ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি গত বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল। নিখোঁজের ঘটনায় শিশুটির মা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।"
তিনি আরও জানান, "ময়না তদন্তের জন্য আলিফের মরদেহ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।"
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-২১