ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেছেন, এত সময় পরে এসেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞাবান, দৃঢ় নেতৃত্বের কারণে মীর কাশেমের মতো যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। বর্তমান সরকারের দৃঢ়চেতা মনোভাবের কারণেই জামায়াতের নখ-দন্ত ভোতা করে দেয়া সম্ভব হয়েছে। তবে তাদের অর্থ সাম্রাজ্য অটুট আছে। এ বিষয়ে নজর দিতে হবে।
শনিবার সকালে গুলশানের লেক শোর হোটেলে আয়োজিত 'জঙ্গিবাদ ও ব্যাংকিং খাতের সংস্কার' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। সম্প্রতি ইসলামী ব্যাংকে সংস্কার আনার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেটার উপর ভিত্তি করেই রিজিওনাল অ্যান্টি টেরোরিস্ট রিসার্স ইন্সটিটিউট (রাত্রি) এ বৈঠকের আয়োজন করে।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা