ইসলামী ব্যাংক সংস্কার প্রসঙ্গে আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে সাংবাদিক নেতা শাবান মাহমুদ বলেছেন, ব্যাংক সংস্কারের পাশাপাশি এখন প্রশাসনিক সংস্কারেরও সময় এসেছে। সরকারে এমন অনেক কর্মকর্তা ঘাঁপটি মেরে আছেন যারা এদের সহযোগিতা করছেন। তাদের সহযোগিতা পেয়েই বিতর্কিত এ ব্যাংক ব্যবস্থা সম্প্রসারিত হচ্ছে।
শনিবার রাজধানীতে আয়োজিত 'জঙ্গিবাদ ও ব্যাংকিং খাতের সংস্কার' শীর্ষক ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। রিজিওনাল অ্যান্টি টেরোরিস্ট রিসার্স ইন্সটিটিউট (রাত্রি) ওই বৈঠকের আয়োজন করে।
শাবান মাহমুদ বলেন, শুধু ব্যাংকিং খাতই নয়, প্রশাসনিক, রাজনৈতিক ও শিক্ষা ক্ষেত্রেও আমাদের সংস্কার আনতে হবে। তবেই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে মোকাবেলা করা সম্ভব হবে।'
গোলটেবিল বৈঠকে আরও অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ড. হাফিজুর রহমান কার্জন, ড. জিনাত হুদা, বাংলাদশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মো. আবদুর রশিদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল প্রমুখ। বৈঠকে সঞ্চালনা করেন সংবাদভিত্তিক টিভি চ্যানেল ‘নিউজ২৪’ এর আনোয়ার সাদি।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা