রাজশাহী সিটি করপোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স কমানোসহ চার দফা দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করেছে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ। শনিবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক, হোসেন আলী পিয়ারা, রাগীব হাসান মুন্না, দেবাশিষ রায়, ফরিদ মামুদ হাসান, মুরাদ মোর্শেদ প্রমুখ।
এছাড়া কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
বিডি-প্রতিদিন/এস আহমেদ