রাজধানীর মিরপুর ১২ নম্বরে দুলাভাইয়ের বাসা থেকে শ্যালিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত রিমা আক্তার (২৬) নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারি গ্রামের আলতাব হোসেন লিটনের স্ত্রী।
শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
রিমার দুলাভাই দুলাল হোসেন বলেন, ১১ জানুয়ারি (বুধবার) নোয়াখালী থেকে চিকিৎসা করানোর জন্য তার বাসায় আসেন রিমা। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন পাশের রুমে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রিমার দেহ ঝুলে রয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিমাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, রিমা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ