খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও সিটি করপোরেশনের কাউন্সিলর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে তিনটার দিকে মহানগরীর বান্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হেলাল খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর শিবিরের সাবেক সভাপতি।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, জাহাঙ্গীর হোসাইনের বিরুদ্ধে লবণচরা ও সদর থানায় দু’টি নাশকতা মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ