চট্টগ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ও শনিবার অভিযান দুটি পরিচালনা করে হাটহাজারী ও রাঙ্গুনীয়া থানা পুলিশ।
হাটহাজারী থানার ওসি বেলাল জাহাঙ্গির বলেন, একটি অস্ত্র মামলার দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবু তাহের দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল এবং সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রাঙ্গুনীয়া থানা পুলিশ জানান, শনিবার রাঙ্গুনীয়া উপজেলার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে শহীদুল ইসলাম ওরফে নেতাইয়্যা নামে ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার