রাজধানীর যাত্রাবাড়ীতে ধনিয়া কলেজের সামনে আজ দুপুর ২টার দিকে দুবৃর্ত্তদের হাতে ছুরিকাহত হয়েছেন সৌরভ সরকার ( ১৯) নামের এক কলেজ ছাত্র। ঘটনার পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে সৌরভ চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনাচর্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুবৃর্ত্তদের হাতে ছুরিকাহত সৌরভ চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার