ওরা ৮জন। পেশায় সবাই প্রতারক চক্রের সদস্য। নগরী ও জেলার বিভিন্ন এলাকায় ঘুরে নকল স্বর্ণের বার দিয়ে প্রতারণা করেন তারা। এ চক্রের সদস্যরা একেকজন সর্বনিম্ন বিশ থেকে সর্বোচ্চ অর্ধশত ব্যক্তির সাথে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। অবশেষে আইন শৃংখলা বাহিনীর তৈরি ফাঁদে পা দিয়ে ধরাশায়ী তারা।
আজ শনিবার বিকেলে নগরীর বায়েজীদ থানাধীন বালুছড়া এলাকা থেকে এ চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকরা হলেন- আসমা বেগম, রোকেয়া বেগম, মো. বাদশা, মো. সোলায়মান, নুর উদ্দিন, মো. ইদ্রিস, মো. হাসান এবং শহীদুল ইসলাম। এ সময় ৫টি নকল স্বর্ণের বার এবং দুটি সিএনজি জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি’র পরিদর্শক কেশব চক্রবর্তী বলেন, এ চক্রের সদস্যরা যাত্রী সেজে নগরীর ও জেলার লোকাল রুটে সিএনজি চলে এমন স্টেশনে অবস্থান নেয়। পরে টাগের্ট করা ব্যক্তিকে কৌশলে নকল স্বর্ণের বার দেখিয়ে লোভে ফেলার চেষ্টা করে। কেউ যদি লোভে পড়ে এটাকে পুজি করে টার্গেটের কাছ থেকে হাতিয়ে নেয় নগদ অর্থ, স্বর্ণলঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র। এ ভাবেই তারা দিনের পর দিন নগরী ও জেলায় বিভিন্ন ব্যক্তির সাথে প্রতারণা করছে। এ চক্রের নেতৃত্বে রয়েছে ফারুক ও আসমা। তাদের মধ্যে আসমাকে গ্রেফতার করলেও পলাতক রয়েছে ফারুক।
গ্রেফতার হওয়া প্রতারক চক্রের মধ্যে আসমা অর্ধ শতাধিক প্রতারণার নেতৃত্ব দিয়েছেন। এ চক্রের নবীনতম সদস্য মো. ইদ্রিসের প্রতারণার সংখ্যা ডবল ডিজিটে। তিনি বিশটি প্রতারণায় অংশ নিয়েছেন।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম