বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি রাজনৈতিকভাবে শক্তিশালী নয় এটা বলব না। শক্তিশালী অবশ্যই, কিন্তু সংগঠিতভাবে শক্তিশালী নয়। কারণ সংগঠনের মধ্যে কিছু এলোমেলো আছে। তাই তৃণমূল পর্যায়ে সংগঠনকে সংগঠিত করা এবং সেক্ষেত্রে রাগ-অনুরাগ বাদ দিয়ে পথে যিনি মানানসই পথের দায়িত্ব তাকেই দেওয়া দরকার।
আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জননেতা আসলাম চৌধুরী মুক্তি পরিষদ এ সমাবেশের আয়োজন করে। পরিষদের আহ্বায়ক জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়য়েদসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, আমাদের ত্রুটিগুলো কি তা চিহ্নিত করা দরকার। এ ত্রুটিগুলো থেকে কীভাবে মুক্তি লাভ করা যায় সে ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া দরকার।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে সংবিধানে যতগুলো ধারার মধ্য দিয়ে নাগরিক অধিকার ও রাজনীতি করার যে অধিকারগুলো আছে, সেগুলো প্রয়োগের ক্ষেত্রে মনে হয় সরকারের প্রতি তোয়াক্কা না করা উচিত। যে কর্মসূচির জন্য অনুমতি লাগবে সেই কর্মসূচি না করা। যা করব আমরা বিনা অনুমতিতে করব। এজন্য দরকার একটি শক্তিশালী সংগঠন।
জেলা পর্যায়ে বিএনপির যে কমিটিগুলো আছে তার শতকরা ৮০জন প্রেসিডেন্ট-সেক্রেটারি ঢাকায়ই বসবাস করেন বলেও মন্তব্য করেন এ বিএনপি নেতা।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম