বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, অবিলম্বে জনগণের আস্থাভাজন নির্বাচন কমিশন করতে হবে। প্রধানমন্ত্রী যদি আগামী নির্বাচনে নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে না পারেন, তাহলে দেশ ধ্বংসের দিকে চলে যাবে। আজ শনিবার বিএনপির চট্টগ্রাম মহানগর চকবাজার ওয়ার্ডের সম্মেলনে আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, আমাদের নেত্রী বলেছেন, কমিশন নির্বাচনকালীন একটি সহায়ক শক্তি। সেটা আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত হতে পারে। নোমান বলেন, নির্বাচন কমিশন নতুন করে করার জন্য প্রেসিডেন্টকে বলেছি, ১৩ দফা দাবি দিয়েছি। এ ১৩ দফা যার কাছে দিলাম, তিনি একদিকে প্রেসিডেন্ট। অন্যদিকে আওয়ামী লীগের অনেক বড় নেতা। কাজেই প্রেসিডেন্টের কাছ থেকে আমরা প্রত্যাশা করি ক্ষমতার কারণে। কিন্তু সে প্রত্যাশা পূরণ হবে কি না আমি জানি না।
সবুক্তগীন সিদ্দিকী মক্কির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। তাছাড়া সম্মেলনে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, যুবদল সভাপতি কাজী বেলাল, ইয়াছিন চৌধুরী লিটন ও মহিলা নেত্রী লুসি খান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আলী, আহমেদুল ইসলাম রাসেল প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার