ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। দেশের এই উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য বিএনপি সবসময় লেগে ছিল, এখনও আছে। কারণ বিএনপি সবসময় দেশকে পেছনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। তবে বিএনপির ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। প্রধানমন্ত্রীর ভীষন বাস্তবায়নে সরকারকে কেউ প্রতিহত করতে পারবে না।
আজ ঢাকায় কেন্দ্রীয়ভাবে আনন্দ মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিনি এসব কথা বলেন।
ঢাবি শাখা ছাত্রলীগ আয়োজিত আনন্দ মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্য়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, জঙ্গিমাতা খালেদা জিয়ার সব ষড়যন্ত্র অতীতের ন্যায় ছাত্রলীগ রাজপথে থেকে প্রতিহত করবে। উন্নয়নের ধারা বজায় রাখার জন্য প্রতিটি ছাত্রলীগ কর্মী কাজ করে যাবে।
সভাপতির বক্তব্যে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস প্রতিরোধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন জানিয়ে আবিদ আল হাসান বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ সুবিধা নিশ্চিতকরণ, ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠন করার লক্ষ্যে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। গত আট বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ এক নয়।
সমাবেশে উপস্থিত ছিলেন- ছাত্রলীগের সহসভাপতি এরশাদুর রহমান চৌধুরী, কাজী এনায়েত, ডা. তোফাজ্জেল হক চয়ন, মেহেদী হাসান রনি, মশিউর রহমান শরীফ, জাহাঙ্গীর আলম, এস এম আবদুর রহিম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক লালন, রেজাউল ইসলাম রেজা, চন্দ্র শেখর মন্ডল, দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, প্রচার সম্পাদক ম. সাইফ উদ্দিন বাবু, গণযোগাযোগ সম্পাদক ফরহাদুজ্জামান মনির প্রমুখ।
এদিকে একই সময় ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজসহ প্রায় সব থানায় আন্দন মিছিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম