ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার চাপায় দুই নারী নিহত ও এক শিশুসহ দুইজন আহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, চান্দিনা উপজেলার মধ্যমতলা গ্রামের ইদ্রিস মিয়ার স্ত্রী পারুল বেগম (৪৫) ও দেবিদ্বার উপজেলার বাগুর এলাকার রবিউল্লাহর স্ত্রী নুরজাহান বেগম (৫৫)। আহত শিশু রাফি (৫) নিহত পারুল বেগমের ছেলে ও আহত অপরজন প্রাইভেটকারের যাত্রী। আহত প্রাইভেটকারের যাত্রী ঢাকা বংশালের আশরাফ উদ্দিনের ছেলে সালাউদ্দিন (৫৮)।
ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী একটি প্রাইভেটকার মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ডের পাশে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। প্রাইভেটকারটি এসময় সড়কের পাশে দাঁড়ানো দুইজন নারী ও এক শিশুকে চাপা দিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই দুই নারী নিহত হন।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ লাশ ও গাড়িটি উদ্ধার করেছে। তবে চালক পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম