পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে রেমিট্যান্স প্রবাহ ক্রমেই কমছে। তবে আয় কমছে না। কিন্তু ওই আয় ব্যাংকিং চ্যানেলে আসছে না। এটা প্রথমে স্বর্ণ হয়ে দেশে ঢুকে ভারতে যাচ্ছে। আর বিনিময়ে ভারত থেকে আজেবাজে পন্য আসছে।
রবিবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী বলেন, আগে ভারত থেকে মোটরসাইকেল আসতো। এখন সেটা আসছে না। কেন রেসিট্যান্স ব্যাংকিং চ্যানেলে আসছে না সেটা কেন্দ্রীয় ব্যাংকের দেখা উচিত। তিনি বলেন, আমাদের যে মোবাইল ব্যাংকের মাধ্যমে রেসিট্যান্স আসার কথা, সেটাও ঠিক মতোন আসছে না।
মন্ত্রী বলেন, পরিসংখ্যান ব্যুরোকে আমরা আরো শক্তিশালী করবো। কারণ অতিপুরাতন ডাটা দিয়ে তারা কাজ করে। সেই পুরাতন ডাটাকে তারা আপডেট করে কাজ করে।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে পরিকল্পনা সচিবসহ কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।