বানরের হামলা থেকে শিশুদের রক্ষা ও বানরদের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্তকরণের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সিলেট নগরীর আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সচেতন সিলেটবাসীর ব্যানারে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- সিলেট নগরীতে সম্প্রতি বানরের উপদ্রব বেড়েছে। লোকালয়ে ছড়িয়ে পড়া বানরের কামড়ে প্রতিদিনই স্কুলগামী ছাত্র-ছাত্রীসহ নানা বয়সী মানুষ আহত হচ্ছেন। বানরের ভয়ে অনেক শিশু স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। বক্তারা লোকালয়ে ছড়িয়ে পড়া বানর উদ্ধার করে সংরক্ষিত বনে অবমুক্তের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সমাজসেবী কাওসার জাহান চৌধুরী, আবদুস সাত্তার প্রমুখ।