বিশ্ব ইজতেমার মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে ভোগান্তি পোহাতে হয়েছেন ঘরমুখো মানুষের। মোনাজাতের দোয়ায় অংশ নেওয়া মুসল্লিদের নিরাপদে চলাফেরার সুবিধার্থে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে ফেরার পথে দুর্ভোগে পড়েছেন এসব সড়কের মুসল্লিরা। একটি পর্যায়ে এসে অনেকে যানবাহনের দেখা পেলেও প্রয়োজনের তুলনায় যা ছিল খুবই কম। তাই বাধ্য হয়েই তাদের পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়।
এদিকে, মুসল্লিদের পায়ে হেঁটে পথ চলতে ভোগান্তির পাশাপাশি মোটরসাইকেল চালক ও আরোহীদের তাড়াহুড়ায় বেশ বেগ পেতে হয়েছে মুসল্লিদের। ইজতেমার আখেরি মোনাজাত শেষে লাখো মুসল্লি জিকিরের সঙ্গে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন। একযোগে লাখো মুসল্লি রাস্তায় বের হওয়ার ফলে তীব্র ভিড় ঠেলে ধীরে ধীরে এগুতে হয়। দীর্ঘ পথ হাঁটার ক্লান্তির মাঝে গোদের ওপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে এক শ্রেণির মোটরসাইকেল চালকদের হর্ন বাজিয়ে খামখেয়ালিভাবে এগিয়ে যাওয়ার মনোভাব।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব