রাজধানীর মতিঝিল এলাকা থেকে হকার উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এরপর গুলিস্তানের গোলাপ শাহ মাজারের আশপাশ এলাকায় অভিযান চালানো হবে।
রবিবার দুপুর থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান বিকাল পর্যন্ত চলবে বলে জানিযেছেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরদার।
তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করতে এবং যানজট কমাতে এই উচ্ছেদ অভিযান চলছে। এখানে উচ্ছেদ অভিযানের পর গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকায় অভিযান চালানো হবে। এই অভিযান চলবে বিকেল পর্যন্ত।
এর আগে, গত ১১ জানুয়ারি দুপুরে নগর ভবনে হলিডে মার্কেট চালু ও হকার সমস্যা নিয়ে হকার নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন রাজধানীর মতিঝিল ও গুলিস্তান এলাকায় হকার মুক্ত করার ঘোষণা দেন। ঘোষণা মতে, রবিবার যারা সড়ক ছাড়েনি তাদের বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতি নেয়া হয়।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব