পুরান ঢাকার ওয়েজঘাট এলাকার মুন সিনেমা হলের জমি এবং যে স্থাপনা ছিল তার মূল্য নিধারণের নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
আজ রবিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়।
একজন প্রকৌশলী দিয়ে এই মূল্য নির্ধারণ করে ছয় সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতেও অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে রায়ের ৯০ দিনের মধ্যে মুন সিনেমা হলের মূল মালিককে ফেরত দেয়ার নির্দেশনা ছিল। কিন্তু ছয় বছরেও সর্বোচ্চ আদালতের এ রায় বাস্তাবায়ন করা যায়নি। মুন সিনেমা হলের জায়গায় গড়ে উঠেছে বহুতল বাণিজ্যিক ভবন।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম