নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের মামলায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে মনে করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত আগামীকাল সোমবার এ মামলার রায় ঘোষণা করবেন। এ প্রসঙ্গে রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।
দেশের আপামর জনগণ এই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি চাই জানিয়েছে মাহবুবে আলম বলেন, ‘আমিও একই রকম মনে করি, এটির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত’।
সাত খুনের ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে তিনি বলেন, ‘ওই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের কাজ ছিলো মানুষের জান-মাল রক্ষা করা, মানুষের স্বাধীনতাকে সেফগার্ড করা। তারাই যদি অপরাধের সঙ্গে জড়িত হয়ে যান, সে অপরাধ ক্ষমার অযোগ্য’।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম/ফাইল ছবি
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ ৭ জনকে অপহরণ করা হয়। ঘটনার তিনদিন পর ৬ জনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। এর একদিন পর অপরজনের লাশও একই স্থানে পাওয়া যায়।
পরে এই ঘটনায় নজরুল ইসলাম ও তার ৪ সহকর্মী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে ফতুল্লা থানায় একটি এবং আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় তার জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একই থানায় আরেকটি মামলা দায়ের করেন। গত বছরের ০৮ ফেব্রুয়ারি এ দু’টি মামলায় নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব