চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১০ সহকারি কমিশনার পদে রদবদল ও পদায়ন করা হয়েছে।
রবিবার এ আদেশ দেন কমিশনার ইকবাল বাহার।
জানা যায়, রদবদল এবং পদায়ন হওয়া ১০ সহকারি কমিশনারের মধ্যে আসিফ মহিউদ্দিনকে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর), মো. আতিকুজ্জামানকে সহকারী কমিশনার (এমটি), পঙ্কজ বড়ুয়াকে সহকারী কমিশনার (হিসাব), মো. আশিকুর রহমান সহকারী কমিশনার (অপরাধ), দেবদূত মজুমদারকে স্টাফ অফিসার, কামরান হোসেনকে ট্রাফিক বিভাগে সহকারী কমিশনার (পশ্চিম) এবং নোবেল চাকমাকে সহকারী কমিশনার (সরবরাহ) হিসেবে পদায়ন করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) অলক বিশ্বাসকে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (আইসিটি) পদে বদলি করা হয়েছে। সহকারী কমিশনার (অপরাধ) আব্দুল মাবুদকে সহকারী কমিশনার (সিটিএসবি) পদে এবং স্টাফ অফিসার এ বি এম ফয়জুল ইসলামকে ডবলমুরিং জোনের সহকারী কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।