বগুড়ার ধুনট উপজেলায় স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী রকনুজ্জামান সরকারকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। রকনুজ্জামান সরকার উপজেলার শ্যামগাতি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
বগুড়ার ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, পাঁচ বছর আগে বগুড়ার শেরপুর উপজেলার লাঙ্গলমোড়া গ্রামের কামরুল ইসলামের মেয়ে তামান্না খাতুনকে রকনুজ্জামান বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে বাকবিতণ্ডা লেগেই থাকতো। এরপর ২০১৪ সালের ১২ মার্চ তামান্না বগুড়া পারিবারিক আদালতে রকনুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন।
ওই মামলায় ২০১৬ সালের ২৮ নভেম্বর পারিবারিক আদালতের বিচারক রকনুজ্জামানকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন। এরপর থেকে রকনুজ্জামান পলাতক ছিলেন। এ কারণে আদালত থেকে রকনুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা মূলেই তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যেমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।