চট্টগ্রামে অভিনব প্রতারণার সাথে জড়িত থাকার সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. ইউসুফ, মো. জসিম, জাহাঙ্গীর আলম অপু, ইব্রাহিম, মো. জাহাঙ্গীর ও ফারুক মিয়া।
ডিবি পুলিশ সুত্রে জানা যায়, এ চক্রের সদস্যরা অভিনব কায়দায় জুয়ার নামে মানুষের সাথে প্রতারণা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব