ব্যারিস্টার নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’র নতুন মহাসচিব হয়েছেন চলচিত্র অভিনেতা আহমেদ শরীফ। রবিবার সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে ৩১ দলীয় বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নাজমুল হুদা একথা জানান। আহমেদ শরীফ সদ্য অব্যাহতিপ্রাপ্ত মহাসচিব আবেদ আলীর স্থলাভিষিক্ত হয়েছেন।
নাজমুল হুদা বলেন, ‘দলকে আরো সু সংগঠিত করতে আমাদের দলে আজকে কিছুটা রদবদল করা হয়েছে। আমাদের মহাসচিব ছিলেন মাওলানা আবেদ আলী, তিনি যেহেতু চট্রগ্রামের অধিবাসী তাই ঢাকার নেতাদের সঙ্গে কাজ করতে কিছুটা অসুবিধা হয়। এর কারণেই উনাকে পদোন্নতি দিয়ে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। আর নতুন করে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে অভিনেতা আহমেদ শরীফকে।’
সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা বলেন, 'নির্বাচন কমিশনের নিবন্ধিত দল না হওয়ায় রাষ্ট্রপতি আমাদের ডাকেননি। আমরা উনার কাছে দাবি জানিয়েছি, যেন আমাদের সঙ্গেও নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করেন। আমরা আশা করছি এবং আশ্বাসও পেয়েছি আগামী সপ্তাহের মধ্যে একদিন ডাক পাবো।'
বিএনএ জোটের সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিএনএ মহাসচিব সেকান্দার আলী মনি প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ