১৬ জানুয়ারি, ২০১৭ ১২:২৬

সিলেটে দু'দিনব্যাপী হিজাব মেলা

অনলাইন ডেস্ক

সিলেটে দু'দিনব্যাপী হিজাব মেলা

আধুনিক যুগ ফ্যাশন এবং ট্রেন্ডের যুগ। কেউ ইউরোপীয়ান ফ্যাশনকে অনুকরণ করছেন, তো কেউ অ্যারাবিয়ান। আবার কেউ একাধিক ট্রেন্ডের মিশেল ঘটিয়ে গড়ে তুলছেন আলাদা ফ্যাশন জগত। বর্তমানে অনেকেই হিজাবকে ধর্মীয় চেতনার পাশাপাশি ফ্যাশন হিসেবে গ্রহণ করছেন। এ কারণে দেশে হিজাবের একটি বড় বাজারও  তৈরি হয়েছে। দেশে তৈরির পাশাপাশি বিদেশ থেকেও আসছে হিজাব। আর হিজাবকে ফ্যাশন হিসেবে গ্রহণ করার ট্রেন্ডকে মাথায় রেখে আগামী ১৯ ও ২০ জানুয়ারি সিলেটে শুরু হচ্ছে দু'দিনব্যাপী পিউরিটি হিজাব ফেয়ার ২০১৭।

বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর হোটেল স্টার প্যাসেফিকে মেলাটি চলবে।

আয়োজকরা বলছেন, মেলায় নানা রঙ-বেরঙের এবং ডিজাইনের দেশি-বিদেশি হিজাব, কুর্তিস এবং তাগার সঙ্গে মানুষের পরিচয় হবে। বৈচিত্রময় নানা ধরণের হিজাব একই জায়গায় পাওয়া যাবে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর