রাজশাহীতে মৃত কাকের শরীরে বার্ড ফ্লু’র জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদফতর। এর ফলে দেখা দিয়েছে আতঙ্ক। তবে মুরগির ফার্মে এখনও এ জীবাণুর কোনো সন্ধান পাওয়া যায়নি।
রাজশাহী জেলা প্রাণী সম্পদ অধিদফতরের একটি সূত্র জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পদ্মাপাড়ে নগরীর অধিকাংশ কাকের বসবাস। ওই এলাকায় কিছুদিন থেকে প্রতিদিনই পাঁচ থেকে দশটি করে কাক মারা যাচ্ছে। এ জন্য এ মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বড়কুঠি পদ্মার পাড় এলাকা থেকে মৃত কাকের নমুনা সংগ্রহ করে ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধান কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে পাওয়া তথ্যানুযায়ী মৃত কাকের শরীর থেকে ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা’ জীবাণু পাওয়া গেছে।
বোয়ালিয়া থানা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইয়ামিন বলেন, চলতি মাসে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর প্রেক্ষিতে তারা নমুনা সংগ্রহ করেন। ওই নমুনায় ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা’ নামের জীবাণু পাওয়া গেছে। এই জীবাণুই বার্ডফ্লু নামে পরিচিত।
তবে বার্ডফ্লুর যে ধরনের জীবাণু পাওয়া গেছে তা মানবদেহের জন্য তেমন ক্ষতিকর নয় উল্লেখ করে তিনি বলেন, কাক এর মধ্যে বার্ডফ্লুর যে ধরনের জীবাণু পাওয়া গেছে, তা মানবদেহের জন্য তেমন ক্ষতিকর নয়। তাছাড়া এই জীবাণু মানবদেহে ছড়ানোর কথাও নয়। এখন পর্যন্ত কোন মুরগির খামারে বার্ডফ্লুর জীবাণু ধরা পড়েনি বলে জানান তিনি।