জাংশন বাংলাদেশ এর উদ্যোগে এবং ইএমকে সেন্টার এর সহযোগিতায় শুরু করেছে এন্ট্রাপ্রিনিউরশিপ রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম।
২৫সে জানুয়ারি ইএমকে সেন্টারে "মিট দ্যা প্রেস" অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই প্রোগ্রামের রেজিস্ট্রেশন পর্বের সূচনা হয়।
এন্ট্রাপ্রিনিউরশিপ গবেষকদের সমন্বিত প্রচেষ্টায় উদ্যোক্তাদের অনুকূলে যাবতীয় তথ্য তৈরির উদ্দেশ্যে এন্ট্রাপ্রিনিউরশিপ রিসার্চ ফেলোশিপ প্রোগ্রামের সূচনা করেছে ।
এই ফেলোশিপ প্রোগ্রামের মূল লক্ষ্য হল দেশের নানান শিক্ষাবিদ এবং বিশ্ববিদ্যালয় এর ছাত্র ছাত্রীদের অনুকুলে একটি গবেষণামূলক পরিবেশ তৈরি করা যা শুধু তাদেরকেই নয় বরং সম্পূর্ণ স্টার্টআপ কমিউনিটিকে সাহায্য করবে।
৮ মাস ব্যাপী এই কার্যক্রম ২ ধাপে পরিচালিত হবে। প্রত্যেক পর্বে ৪ জন রিসারচার সহ মোট আট জন অংশগ্রহণের সুবিধা পাবেন। প্রত্যেক গ্রুপ কে সম্মাননা হিসেবে ৫০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হবে। অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ১৫ জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত।
রিসার্চ পেপারগুলো অবশ্যই স্টার্টআপদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে এবং এই রিসার্চ কাজে জানংশন এর পাশে থাকবেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় এর ফ্যাকাল্টি মেম্বার এবং ছাত্র ছাত্রীরা। নতুনের সম্ভাবনায় এবং দেশের তরুণ উদ্যোক্তাদের যথাযথ সাহায্য প্রদানের উদ্দেশ্যে এই ফেলোশিপ প্রোগ্রামের যাত্রা শুরু।
উল্লেখ্য, জাংশন বাংলাদেশ উদ্ভাবক এবং উদ্যোক্তাদেরদের জন্য নানান সামাজিক, আর্থিক কার্যকলাপ এর মাধ্যমে তাদেরকে বিশ্বব্যাপী স্বীকৃতি পেতে সাহায্য করে। এই কারণে তারা বিভিন্ন ধরনের রিসার্চ, মেধাসত্ত অধিকার, আর এন ডি বিষয়ে সার্ভিস এবং ট্রেনিং দিয়ে থাকেন। সামাজিক উন্নয়নে প্রভাব রাখতে জাংশন বাংলাদেশে সর্বদা কাজ করে থাকে। এটি ডিনেট এর একটি উদ্যোগ এবং ডিনেট একটি সামাজিক এন্টারপ্রাইস যে ১৬ বছর ধরে সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে।