‘সুস্থ সবল জাতি চাই, সব বয়সেই ডিম খাই’ এই শ্লোগান নিয়ে বিভাগীয় শহর বরিশালে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টায় নগরীর উত্তর আলেকান্দা জেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে র্যালিটি সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
পরে অশ্বিনী কুমার হলে প্রাণী সম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের যৌথ আয়োজনে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ একরামুল করিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় প্রাণি সম্পদ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ ডা. শেখ আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ইসতিয়াক হোসেন, আঞ্চলিক প্রাণীরোগ অনুসন্ধান গবেষনার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম।
অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন উপজেলার পোল্ট্রি খামারী, বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধি, প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী সহ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী অনুষদের শিক্ষার্থীরা অংশ নেয়।
আলোচনা সভায় পুস্টিকর খাবার হিসাবে মানবদেহের রোগ প্রতিরোধে ডিমের ক্ষমতা সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়।
১৯৯৬ সাল থেকে অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার বিশ্বের সকল দেশের সাথে মিল রেখে বাংলাদেশ সরকার বিশ্ব ডিম দিবস পালন করে আসছে।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৭/হিমেল