চট্টগ্রামের পটিয়ায় খরনা রেললাইনের পাশ থেকে এক মদ ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আবদুল আলিম (৪০)। সোমবার সকালে স্থানীয় সূত্রে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় চন্দনাইশের ধোপাছড়ির মাতা তঞ্চ্যঙ্গা নামের একজনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে পটিয়া থানার এসআই বাসু দেবনাথ জানান, দক্ষিণ খরনার ৬ নম্বর ওয়ার্ডের খলিল সওদাগর বাড়ির কবির আহমেদের ছেলে আবদুল আলিম। চট্টগ্রাম-দোহাজারি রেললাইনের পাশের একটি মেঠোপথের পাশে তার মরদেহ পাওয়া যায়। মরদেহের পাশে খড় দিয়ে চাপা দেওয়া পাঁচটি বড় কনটেইনারে দেশি মদ পাওয়া যায়।
বাসু দেবনাথ বলেন, ধারণা করা হচ্ছে নদীর ধারে কিংবা পাহাড়ের খাদে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে। এরপর পালিয়ে আসার পথে আবদুল আলিম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ব্যাপারে গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য বেরিয়ে আসবে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ