রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে হাফেজ মো. শফিকুল ইসলাম (২৭) নামে একজন নিহত হয়েছেন। তিনি কদমতলীর ধনীয় এলাকায় কদমতলী থানাধীন ধনীয় ক্লাব সংলগ্ন আল-কারিম বালিকা মাদ্রাসার প্রিন্সিপাল ও শরীয়াতপুরের পালং উপজেলার আব্দুস সালামের ছেলে।
আজ দুপুর ২টার দিকে ওই মাদ্রাসায় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার