চট্টগ্রামে ১৫ কাটন নকল প্রসাধনী পণ্য জব্দ করা হয়েছে। আজ বিকেলে নগরের চান্দগাঁও থানার বালুরটাল এলাকায় আফরিন ট্রেডার্স নামে একটি কারখানায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে র্যাব-৭। এসময় চার জনকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, হেলাল উদ্দিন (৩০), মো. জাহেদ আলী (৩৫), আব্দুল মালেক (৫৫) এবং আমিনুল ইসলাম (৩৭)। অভিযানে ইউনিলিভার ব্র্যান্ডের নকল সিল লাগানো ক্লোজআপ, পেপসোডেন্ট টুথপেস্ট, ডাব সাবান ও শ্যাম্পু, ক্লিয়ার, সানসিল্ক শ্যাম্পু এবং পন্ডস ও ভ্যাসেলিন ক্রিম জব্দ করা হয়েছে।
র্যাবের চট্টগ্রাম জোনের উপ-পরিচালক লে.কমান্ডার আশিকুর রহমান ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানাটিতে অভিযান পরিচালনা করে চার জনসহ নকল পণ্যগুলো জব্দ করা হয়। আটককৃতদের একটি সিন্ডিকেট রয়েছে। যার প্রধান আমিনুল ইসলাম। তারা চারজন মিলেই নকল প্রসাধনী সামগ্রী তৈরি করে। সেখানে ইউনিলিভারের সিল লাগায়। চক্রটি দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের সাথে এমন প্রতারণা করে আসছিল।
শীতকে টার্গেট করেই বিপুল নকল প্রসাধনী পণ্য তৈরির পরিকল্পনা ছিল চক্রটির। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার