বিশিষ্ট লেখিকা ও মুক্তিযোদ্ধা রমা চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার চট্টগ্রাম নগরীর খুলশীর ডায়াবেটিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
রমা চৌধুরীর ঘনিষ্ঠ সূত্র জানায়, ৭৮ বছর বয়সী রমা চৌধুরী বিভিন্ন ধরণের জটিল রোগে ভুগছেন। এসব রোগের মধ্যে রয়েছে- পিত্তথলীতে পাথর, ডায়াবেটিস, অ্যাজমা, পেটে ক্ষত, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ।
তিনি স্বাভাবিক খাবারও গ্রহণ করতে পারছেন না। এর আগেও তাকে দুই দফা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার চিকিত্সায় আর্থিক সহায়তার প্রয়োজন বলেও জানায় সূত্রটি।
বিডিপ্রতিদিন/ ১২ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান