রাজধানীর মুগদায় অতিরিক্ত মদ্যপানে বুধবার রাতে দুলাভাই ও শ্যালকের মৃত্যু হয়েছে। আব্দুর রহমান (৩৫) ও তার শ্যালক সোহেল (১৮) শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি দোকানের কর্মচারী ছিলেন।
এ ঘটনায় রহমানের ছোট ভাই আব্দুর রাজ্জাক অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মুগদার মাণ্ডা কদমআলী ঝিলপাড় এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন রহমান। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, বুধবার রাতে রহমানের স্ত্রী বাসায় ছিলেন না। রহমান শ্যালকের সঙ্গে মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় সোহেলের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাতে চিকিৎসাধীন অবস্থায় রহমান মারা যায়।
বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৭/ফারজানা