মুক্তিযোদ্ধা বিবেচনার বয়স পুনর্নির্ধারণ করে পরিপত্র জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পরিপত্র অনুযায়ী, ১৯৭১ সালের ৩০ নভেম্বর ১২ বছর ৬ মাস হলে তিনি মুক্তিযোদ্ধা বলে বিবেচিত হবেন।
পরিপত্র অনুযায়ী, এখন থেকে মুক্তিযোদ্ধা বিবেচনার বয়স ১৯৭১ সালের ৩০ নভেম্বর কমপক্ষে ১২ বছর ৬ মাস হতে হবে।
এর আগে গত বছরের ১৯ জুন জারিকৃত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী মুক্তিযোদ্ধা বিবেচনার নূন্যতম বয়স ১৩ বছর ছিলো।
সংশোধিত পরিপত্র জারির বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন