নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থার সার্বিক পরিস্থিতি আজ শনিবার জানা যাবে।
ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক বরেন চক্রবর্তী বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে আরও কয়েক দিন তাকে হাসপাতালে থাকতে হবে। তার ব্রেইনে হ্যামারেজ হয়েছে।’
গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন আইভী। মাথায় রক্তক্ষরণ দেখে তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। তার চিকিৎসাসেবা নিয়ে ইতোমধ্যেই তিনবার বোর্ড গঠন করা হয়েছে। শনিবার ফের সিটি স্ক্যান করা হচ্ছে। সিটি স্ক্যান প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই পরবর্তী সিদ্ধান্ত নেবে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন