গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, হোতাপাড়া এলাকায় সিলভার লাইন কম্পোজিট কারখানায় মেশিন থেকে আগুন লাগে। পরে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টাসহ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া জানান, খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নেভানো হয়। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডি প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৮/হিমেল