নানা আয়োজনের মধ্যে দিয়ে বরিশালে নবান্ন উৎসব পালিত হয়েছে। উৎসবস্থলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি
প্রতিষ্ঠানের ৮টি স্টলে বিভিন্ন ধরনের পিঠাপুলি বিক্রি করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল সার্কিট হাউজের জেলা প্রশাসক মঞ্চে এই উৎসবের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান সভাপতিত্বে আলোচনা সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, নাট্যজন সৈয়দ দুলালসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন