রাজধানীর উত্তরা থেকে আজহারুল ইসলাম (৪৪) নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। শুক্রবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে উত্তরা ৯ নং সেক্টরের ৩/ডি রোডের ৩ নং বাসা থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজহারুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
আজহারুল ইসলাম কক্সবাজারের ট্রাফিক পরিদর্শক (টিআই) হিসেবে কর্মরত ছিলেন। চলতি সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া থেকে বদলি হয়ে কক্সবাজারে যান তিনি। ঢাকায় বদলির জন্য আবেদন করার কথা বলে ছুটিতে আসেন তিনি। উত্তরার ভাড়া বাসায় তার স্ত্রী ও তিন ছেলেমেয়েসহ বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরে।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে পরিবারের পক্ষ থেকে থানায় ফোন করে আত্মহত্যার বিষয়টি জানানো হয়। ঘটনাস্থলে গিয়ে টিআই আজহারুলকে বিছানায় শয়নরত অবস্থায় পাওয়া যায়। পরে উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, আজহারুল ইসলাম রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি বলেন,মৃত্যুর কারণ সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৮/হিমেল