বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদ আর নেই (ইন্না...রাজিউন)।
শনিবার দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
বাসসের সিনিয়র রিপোর্টার মুরসালীন নোমানী জানান, দুইদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন শাহরিয়ার শহীদ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন