প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় বরিশাল জেলায় অংশ নিচ্ছে ৫৩ হাজার ৫৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে জেলার ১৫৬টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৪৭ হাজার ৫শ’ ৮০জন এবং ৬টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৫ হাজার ৪শ’ ৭৫জন পরীক্ষার্থী।
রবিবার সকাল সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। ৬টি বিষয়ের পরীক্ষা শেষ হবে আগামী ২৬ নভেম্বর। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মোস্তফা কামাল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন