ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজধানীর শনিরআখড়ায় কদমতলী ব্রিজের ঢালে কাঠমিস্ত্রী বনি আমিন (১৮) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত যুবক ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত বনি পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার রুহুল আমিনের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে রায়েরবাগ পশ্চিম পাড়া, বাদশা হাজির গলিতে থাকেন তিনি।
আহত ওই যুবকের অবস্থা সংকটাপন্ন জানিয়ে ঢাকা মেডিকেল পুলিশ বক্স (এসআই) বাচ্চু মিয়া বলেন, তার চিকিৎসা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার