বরিশালের থেকে নিখোঁজ হওয়ার ৪ দিন পর দুই ছাত্রীকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ঢাকার খিলগাঁও থানার মেরাদিয়া স্কুল এলাকা থেকে অপহরণকারীদের গ্রেফতার এবং ওই দুই ছাত্রীকে উদ্ধার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
উদ্ধারকৃত দুই ছাত্রী কাশীপুর গালর্স হাইস্কুুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। রবিবার দুপুর আড়াইটায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মোশারফ হোসেন।
তিনি বলেন, পিরোজপুরের বাসিন্দা ভ্যান চালক সুমন ও অটোরিক্সা চালক মিরাজ মুঠোফোনে ওই দুই শিক্ষার্থীর সাথে সম্পর্ক তৈরি করে। এরপর গত ১৪ নভেম্বর স্কুল এলাকা থেকে তাদের ফুসলিয়ে তারা ঢাকায় নিয়ে যায়।
এদিকে মেয়ে নিখোঁজের ঘটনায় ওই দিন এক শিক্ষার্থীর মা নগরীর বিমানবন্দর থানায় সাধারন ডায়েরি করে। সে সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় গত শনিবার রাতে ওই দুই ছাত্রীকে উদ্ধার এবং দুই অপহণনকারীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পুলিশ কমিশনার।
বিডি প্রতিদিন/ফারজানা