রাজধানীর কমলাপুর, টিটি পাড়া, তেজগাঁও সাত রাস্তা ও বেগুনবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ ৯ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। পরে তাদের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার দিনভর এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরবিন্দু বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত আদালতে তাদের এ দণ্ড দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার