মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম শুরু করেছে জাতীয় পার্টি। গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ কার্যক্রম শুরু হয়।
মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন দলীয় মনোনয়ন বোর্ড। জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার উপস্থিত আছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে দুই হাজার ৮৬৫ নেতা জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন