ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরে বাংলা নগর, মোহাম্মদপুর ও কদমতলী থানার তিন অফিসার ইনচার্জকে (ওসি) রদবদল করা হয়েছে। শনিবার ডিএমপি হেডকোয়ার্টার্সের এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আদেশে রাজধানীর কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জলিলকে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়।
এছাড়া শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ গনেশ গোপাল বিশ্বাসকে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে, আর মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন মীরকে কদমতলী থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়।
বিডি প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৯/আরাফাত