রাজধানীর ধানমণ্ডি ঈদগাহ মসজিদের সামনে থেকে আজ রবিবার ভোর ৬টায় রিজওয়ান হারুন নামে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, রিজওয়ানের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের সর্বপ্রথম আল কায়দার মতাদর্শী জঙ্গি সংগঠন জামাতুল মুসলিমিন (জেএম) প্রতিষ্ঠিত হয়।
২০০৫ সারে এ সংগঠনকে কালো তালিকাভূক্ত করা হয়।
রিজওয়ান ও এই সংগঠনের অন্যান্য সদস্যরা বিভিন্ন বাসা মসজিদ ও রাজধানীর হারুন ইঞ্জিনিয়ারিংয়ের অফিস ব্যবহার করে বিতর্কিত মতাদর্শ প্রচার করতো। জঙ্গি কার্যক্রম বিস্তারের জন্য ইংলিশ মিডিয়াম স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে। তারা প্রচার করে, ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করা যাবে না। যারা করবে তারা কাফির।
বিডি প্রতিদিন/ফারজানা