রাজধানীর যাত্রাবাড়ীর মৃধা এলাকার একটি ঝোপঝাড় থেকে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেল ৩টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী।
তিনি বলেন জানান, ঝোপঝাড় থেকে ওই ব্যক্তির পচনশীল মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। ময়না-তদন্তের আগে এ ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৯/মাহবুব